মুখ্যমন্ত্রীর ‘মায়ের রান্নাঘর’ প্রকল্প

নিউস ডেস্ক, কলকাতা :- রাজ্য সরকারের তরফ থেকে সোমবার কলকাতায় চালু হলো ‘মায়ের রান্নাঘর’ প্রকল্প। মাত্র ৫ টাকা দিলেই পেয়ে যাবেন ডিম-‌ভাত। উদ্বোধন করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপাতত কলকাতা পুরসভার ১৬টি বরোতে চালু করা হচ্ছে সর্বসাধারণের জন্য এই পরিষেবা। মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘‌মায়ের রান্নাঘর’‌ এ মাত্র পাঁচ টাকায় মিলবে ডিম-‌ভাত থালি। থালিতে থাকবে ভাত, ডাল, সবজি এবং ডিম। ‘‌মায়ের রান্নাঘর’‌ এ যেন চালের জোগান ঠিকঠাক থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতেই রাজ্যের খাদ্যসচিবকে চিঠি দিয়েছেন কলকাতা পুর কমিশনার বিনোদ কুমার। রাজনৈতিক বিশ্লষকদের মতে, মাননীয়া মুখ্যমন্ত্রীর এই ‘‌মায়ের রান্নাঘর’‌ প্রকল্পটি একুশের ভোটের আগে অন্যতম সেরা চমক হতে যাচ্ছে।