নিউস ডেস্ক , কলকাতা :- উত্তরপাড়ার বিদ্রোহী বিধায়ক প্রবীর ঘোষালকে শো কজ করল তৃণমূল কংগ্রেস৷ সোমবারই পুরশুড়ায় তৃণমূল নেত্রীর সভায় গরহাজির ছিলেন প্রবীর৷ আজ, মঙ্গলবার দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে দলীয় সব পদ ছেড়ে দেন তিনি৷ এর পরেই তাঁকে শো কজ করার সিদ্ধান্ত নেয় দল৷ উত্তরপাড়ার বিধায়ক অবশ্য জানিয়েছেন, চিঠি হাতে পাওয়ার পরই যা জবাব দেওয়ার দেবেন তিনি৷
প্রবীর ঘোষাল এ দিন অভিযোগ করেন, দলে একটি চক্র সক্রিয় রয়েছে যাঁরা ভাল মানুষদের কাজ করতে দিচ্ছেন না৷ তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে কাজ করতে পারছি না। ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু অধিকারীরও। প্রবীরবাবুর বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রীর কথা অনেক নেতা শুনছেন না। দলের হুগলি জেলার কোর কমিটি এবং জেলা তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন তিনি৷ বেলা সাড়ে বারোটা নাগাদ এই অভিযোগ করেন প্রবীর৷ তার ঘণ্টাখানেকের মধ্যেই তাঁকে শো কজ করার ঘোষণা করে দল৷
সোমবারই পুরশুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন, যাঁরা দল ছাড়তে চান তাঁরা যেন তাড়াতাড়ি চলে যান৷ এর থেকেই বিক্ষুব্ধদের প্রতি কড়া মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ ফলে প্রবীরের বিরুদ্ধেও একই পথ অবলম্বন করল শাসক দল৷ বিদ্রোহী বিধায়ক এখন কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার৷ অন্যদিকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রবীর ঘোষালকে দু’ মুখো সাপ বলে কটাক্ষ করেছেন৷ এ দিন প্রবীর দলের বিরুদ্ধে সরব হওয়ার পরেই উত্তরপাড়ায় তাঁর দলীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ৷