বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর চক্রান্তের বিরুদ্ধে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার ডিএম অফিস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল তৃণমূলের। এদিন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ উপস্থিত হন এই মহামিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়,রুকবানূর রহমান এবং জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর,সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং শাখা সংগঠনের নতুন পদাধিকারী ব্যক্তিবর্গরা। একদিন মঞ্চ থেকেও রাজ্যে এস আই আর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে একযোগে কটাক্ষ করেছেন সায়নী ঘোষ। বৈধ ভোটারদের নাম বাতিল করার পরিকল্পনা এসআইআর এমনটাই সাংবাদিকদের সামনে জানিয়েছেন সায়নী ঘোষ এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই চালাবে বলেও জানিয়েছেন তিনি। বিহারের সব থেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে। এখানেও বিজেপি মুসলমান মুসলমান করছে কিন্তু আদতে প্রথম তালিকা তেই দেখতে পারবেন মতুয়াদের নাম বাদ গেছে তখন বিজেপি খেলা কিভাবে সামলায় সেটা তৃণমূল কংগ্রেস দেখবে এমনই কটাক্ষ সায়নীর ।
বাইট
সায়নী ঘোষ, তৃণমূল সাংসদ

