ফেব্রুয়ারিতে খুলতে পারে স্কুল

নিউস ডেস্ক, কলকাতা :- আগামী ১২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে স্কুল খোলার ইচ্ছাপ্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান কোভিড-বিধি মেনেই ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।তার নীচের স্তরে কবে থেকে ক্লাস হবে তা নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি তিনি । মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি বুধবার বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সেখানে আলোচনা হবে। সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন। প্রসঙ্গত করোনা-কালে গত বছরের মার্চ থেকে যে লকডাউন শুরু হয়, সেই সময় থেকেই রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ।এরপর একাধিক বার এই নিয়ে আলোচনা হলেও কোনো ফলপ্রসূ হয়নি।