কলকাতা নিউস ডেস্ক , ১৫ ডিসেম্বর : টানা ৭ দিন পর আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক।অ্যান্টিবায়োটিক বন্ধ করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে আনতে যান স্ত্রী মীরা ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, ছাড়া পাওয়ার সময় বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে যান ক্রিটিক্যাল ও মেডিসিন বিশেষজ্ঞরা। বাড়িতে তৈরি আইসিইউ-তেই আপাতত রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। চিকিত্সকরা জানিয়েছেন, আগের মতোই তাঁর বাইপ্যাপে থাকার প্রয়োজন রয়েছে।