কলকাতা ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য ছাড়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর (পিকে)। তার বক্তব্য ২০০ নয়, দু’অঙ্কেই আটকে যাবে বিজেপির আসন।তিনি নিজের টুইট একাউন্ট এ মন্তব্য করে বলেন, এই কথা যেন সবাই মনে রাখে।অন্যরকম কিছু হলে তিনি ‘এই জায়গা’ ছেড়ে দেবেন।
পিকের এই বার্তায় শোরগোল পড়ে যায় গেরুয়া শিবিরে। পাল্টা ট্যুইট করতে বাধ্য হন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, বাংলায় দলের সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননরা। কৈলাসের কটাক্ষ, পশ্চিমবঙ্গে সরকার গড়ার পর দেশ একজন ভোটকৌশলীকে হারাবে। অরবিন্দ মেনন লিখেছেন, ‘অন্যের ভবিষ্যদ্বাণীর উপর বিজেপি চলে না।’ একুশের বিধানসভা নির্বাচনে বাংলা বিজেপিকে নির্বাচন করবে।শীত যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে বাংলার রাজনৈতিক উত্তাপ।