নিমতিতা বিস্ফোরণের তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী

নিউস ডেস্ক, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মন্ত্রী জাকির হোসেন-সহ আহত দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শিউরে উঠছি। তাঁর মতে , এই বিস্ফোরণে রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়েছিল। এদিন মমতা বিস্ফোরণে গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও জানান। বুধবার রাতে নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের উপর যে ভাবে হামলা হল, তাতে এক কথায় ঘুম উড়ে গিয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের। তদন্তকারীরা প্রাথমিক ভাবে বলছেন সকেট ব্যবহার করে বিস্ফোরণ হতে পারে। কেউ কেউ আবার বলছেন কৌটোবোমা ব্যবহার করা হতে পারে। রিমোট ব্যবহারের তত্ত্বও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। স্প্রিন্টারের আঘাত ছিল তীব্র, কাজেই খতিয়ে দেখতে হচ্ছে ঠিক কী ধরনের মালমশলা ব্যবহার করা হয়েছিল বিস্ফোরণের জন্য। সিসিটিভি খতিয়ে দেখা হয়েছে।