নাইসেড-র দ্বিতীয় তরফের ‘কোভ্যাক্সিন’ টিকা প্রদান

কলকাতা নিউস ডেস্ক :-এবার তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করলো নাইসেড (ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস) করোনা টিকা ‘কোভ্যাক্সিন’–এর। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শেষে , বুধবার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হল কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে। তাঁকে প্রথম দফার টিকা দেওয়া হয়েছিল গত ২ ডিসেম্বর। ২৮ দিন পর তাঁকে আবার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হলো। অবশ্য তার আগে কিছু শারীরিক পরীক্ষা হয় চেয়ারম্যানের।

এই রাজ্যে এক হাজার জনের উপরে টিকার পরীক্ষা নিরীক্ষা চলবে। বেলেঘাটা এলাকার আশপাশে স্বেচ্ছাসেবকদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যাঁরা এই পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন, তাঁরা অঙ্গীকারপত্রে দেওয়া ঠিকানা ছেড়ে কোথাও যেতে পারবেন না। নিয়মিত তাঁদের খোঁজ নেবে নাইসেড। এমনকি, বাড়িতে গিয়েও পর্যবেক্ষণ করবেন গবেষকরা।