নবান্ন অভিযান প্রতিবন্ধী ঐক্য মঞ্চের সদস্যদের

নিউস ডেস্ক, কলকাতা :- গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ। তাদের ১৮ দফা দাবি নিয়ে এই মিছিল , যার মধ্যে উল্লেখযোগ্য খাদ্যসাথী প্রকল্পে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি, স্পেশ্যাল স্কুলের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান, শিক্ষার সব স্তরে ব্রেল বই দেওয়া, চার শতাংশ চাকরিতে সংরক্ষণ কার্যকর করা এবং বাসে বিনা ভাড়ায় যাতায়াত। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে নবান্নে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মঞ্চের সদস্যেরা। কিন্তু পুলিশের বাধা দেওয়ার কারণে মিছিলকারীরা ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। সেখান থেকে তাঁদের প্রতিনিধিরা নব মহাকরণে শ্রম দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন।

এই মঞ্চের দাবি, শিক্ষার সব স্তরে ব্রেলে পাঠ্যবই সরবরাহের ব্যবস্থা সরকারকে করতে হবে। আইন-স্বীকৃত হওয়া সত্ত্বেও প্রতিবন্ধীদের জন্য চার শতাংশ চাকরিতে সংরক্ষণ এ রাজ্যে আজও কার্যকর হয়নি। বার বার অনুরোধ সত্ত্বেও প্রতিবন্ধীরা কোন কোন কাজের যোগ্য, তা ঠিক করার জন্য কোনও সমীক্ষা আজও হয়নি। একই ভাবে আইনি নির্দেশ থাকা সত্ত্বেও বেকার প্রতিবন্ধীদের দেওয়া হচ্ছে না কোনও ভাতা। পাশাপাশি, এই মঞ্চের দাবি, প্রতিবন্ধী মহিলাদের সব রকম নির্যাতন ও ধর্ষণ থেকে বাঁচাতে সরকারকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে।