নিউস ডেস্ক, কলকাতা :- বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি জানান, উদ্বাস্তুদের যোগ্য মর্যাদা দেওয়া হবে। তাতে বদ্ধপরিকর রাজ্য সরকার। রাজ্যের সব নার্সিংহোম এবং হাসপাতাল আবশ্যিক ভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দেওয়ার যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন, বৃহস্পতিবার থেকে তা দেওয়াও শুরু হয়েছে।
এ দিন তিনি জানিয়ে দেন রাজ্যে ইতিমধ্যেই মোট ২ লক্ষ ৭৯ হাজার পাট্টা ইস্যু হয়েছে। মতুয়ারাও পাট্টা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও অনেক নার্সিংহোমই চিকিৎসা পরিষেবা দিচ্ছে না বলে একাধিক অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার মমতা বলেন, ‘‘স্বাস্থ্যসাথী কার্ডে নতুন রেট করতে বলা হয়েছে। একটা কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখবে। রেট ফ্লেক্সিবল করা হবে, যাতে সকলেই সুবিধা পান। নার্সিংহোম এবং হাসপাতালগুলিকে অনুরোধ করব সামাজিক সুরক্ষা দিতে। অনেকে সুবিধা পাচ্ছেন, আশীর্বাদ করছেন। ১০ হাজারে একটা ভুল হচ্ছে। ভুল সংশোধন করে নেওয়া হবে।’’ রাজ্যে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি সাফল্য দেখে তিনি বলেন ‘‘মানুষের আগ্রহ দেখে ‘দুয়ারে সরকার’ পঞ্চম দফাতেও চালু হতে চলেছে। এখনও পর্যন্ত ২ কোটি মানুষ তাতে নাম নথিভুক্ত করেছেন।