নিউস ডেস্ক, কলকাতা :- মঙ্গলবার সকাল থেকে হরিশ মুখার্জি রোডের জয়হিন্দ ভবনের দোতলায় ৭৩ নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকারের শিবির চলছিল।আজ সকালবেলায় সেখান থেকে কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সরকারি শর্ত মেনে হাতের বুড়ো আঙুলের বায়োমেট্রিক ছাপ দেওয়ার পাশাপাশি ছবিও তুলেছেন মমতা। মিনিট দশেকের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া শেষ করে বেরিয়ে নবান্নের উদ্দেশে রওনা দেন তিনি। যাওয়ার আগে তাঁর এ হেন স্বাস্থ্যসাথীর কার্ড গ্রহণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি একজন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের মতোই কার্ড নিলাম।’’