নিউস ডেস্ক, কলকাতা :- সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি নিয়ে। রাজ্যের দাবি, দুয়ারে সরকার কর্মসূচি অভাবনীয় সাফল্য পেয়েছে। সেই বিষয়টি বিশ্বের দরবারে তুলে ধরা হবে। দুয়ারে সরকার কর্মসূচিতে মোট ১২টি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এখনও যাঁরা নাম নথিভুক্ত করেননি, পঞ্চম দফার ক্যাম্পে গিয়ে এখনও তাঁরা নাম লেখাতে পারবেন।নবান্ন সূত্রে জানা যায় দুয়ারে সরকার কর্মসূচিতে ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে শুধু স্বাস্থ্যসাথী প্রকল্পেই ৭৬ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছে। এ ছাড়া পাড়ায় সমাধান প্রকল্পে এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।