দিঘায় হোটেলবন্দি পর্যটকরা, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? সকাল থেকেই রীতিমতো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়

দিঘায় হোটেলবন্দি পর্যটকরা, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? সকাল থেকেই রীতিমতো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। দিঘার আকাশও মেঘলা। চলছে বৃষ্টিপাত। সাইক্লোন রিমেলের জেরে গত সপ্তাহান্তেও সেখানে পর্যটকদের পরিমাণ ছিল হাতে গোনা। এই সপ্তাহের শেষেও দিঘাতে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ফলে পর্যটকদের আনাগোনাও যথেষ্ট কম। পর্যটন ব্যবসা বড় ধরনের ধাক্কা খেতে চলেছে এর ফলে, আক্ষেপ হোটেল মালিকদের। ঠিক কী বলেছেন তাঁরা?ভোট মিটতে না মিটতেই ঘূর্ণিঝড় রিমেলের কোপ, সেই রেষ কাটতে না কাটতেই ফের বৃষ্টি! দিঘাতে আরও একবার হোটেলবন্দি পর্যটকরা। শুক্রবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে বৃষ্টিপাত। ব্যতিক্রমী নয় দিঘাও। শুক্রবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে দিঘাতে। সঙ্গে ঘন ঘন বাজ পড়ছে। এই দুর্যোগে হোটেলবন্দি হয়ে পড়েছেন বহু পর্যটক। রাস্তা বা সমুদ্র সৈকত কার্যত শুনশান। বন্ধ সমস্ত দোকানপাঠ।বেড়াতে আসা পর্যটকরা হতাশ। কলকাতা থেকে দিঘায় বেড়াতে যাওয়া চান্দ্রেয়ী রায় বলেন, ‘আমরা অত্যন্ত হতাশ। বাবা-মাকে সঙ্গে নিয়ে এসেছিলাম। শুক্রবার ভোরে পৌঁছেছি। কিন্তু, এসে থেকেই দেখছি ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। সারাদিন এই পরিস্থিতি থাকলে কী ভাবে হোটেল থেকে বার হব, তাই এখন বুঝে উঠতে পারছি না।’

এদিকে রিমেলের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের বিপর্যয়ে চিন্তায় হোটেল ব্যবসায়ীরা। ব্যবসায় বড় ক্ষতি হচ্ছে বলে দাবি তাঁদের। গত রবিবার প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল সাইক্লোন রিমেল। এর ফলে শনিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়, যা চলে পরবর্তী দু’দিন।