তৃণমূল সুপ্রিমো উন্নততর বাংলা গড়তে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানালেন

নিউস ডেস্ক, কলকাতা : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তফসিলি জাতি ও উপজাতিদের নিয়ে সম্মেলনে বিজেপি প্রসঙ্গে জানান ‘যারা দেশের সর্বনাশ করেছে, তারা এখন কোন মুখে সোনার বাংলা গড়ার কথা বলছে?’ এই বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র তৃণমূল।একথা তুলে ধরে ‘বিজেপি বিদায়ের’ ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট গিয়েছে বিজেপির বাক্সে। সেকথা তুলে ধরেই মমতা আবেদন জানান, ‘লোকসভা নির্বাচনে আপনারা অনেক আসন বিজেপিকে দিয়েছেন। কিন্তু কী পেয়েছেন? তাই আরও উন্নততর বাংলা গড়তে তৃণমূলের পাশে থাকুন।

’তাঁর মন্তব্য, ‘বাংলায় শান্তিতে থাকতে বিজেপিকে বিদায় দিন। ছাত্র-যুবদের ভালো রাখতে বিজেপিকে বিদায় দিন। দাঙ্গা থেকে মুক্তি দিতে বিজেপিকে বিদায় দিন। সংহতিকে রক্ষা করতে বিজেপিকে বিদায় দিন। বাংলাকে বাঁচাতে বিজেপিকে বিদায় দিন। বাংলাকে অসম-ত্রিপুরা হতে দেবেন না। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আমাদের রাজ্যে এসে বলে গিয়েছেন, কীভাবে ভাঁওতা দিয়ে রাজ্য দখল করেছিল ওরা। এখন সেখানকার মানুষ বুঝতে পারছেন।’কেন্দ্রের সরকার রেল, সেল, বিমানবন্দর সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে। এই অবস্থায় মমতা স্লোগান তোলেন, ‘আর নেই দরকার বিজেপির সরকার।’ তিনি দাবি করেন, ‘আগামী দিন তৃণমূলের সরকারই থাকবে। মানুষ রেশন বিনা পয়সায় পাবেন। স্বাস্থ্যসাথীও থাকবে।’ মমতার চ্যালেঞ্জ, এমন জনদরদি ও মানবদরদি সরকার পৃথিবীতে আর একটা দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি।