চাকদায় পরীক্ষা দিতে যাওয়ার ট্রেন পথে বেনারসের এক মহিলা খেলোয়াড়ের সাথে যোগাযোগ! এর পর থেকেই উধাও শান্তিপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী
মলয় দে নদীয়া:-
নদীয়ার শান্তিপুর কারিকর পাড়ার ২১ বছর বয়সী শান্তিপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা খাতুন প্রায় তিন মাস আগে চাকদায় পরীক্ষা দিতে গিয়ে ট্রেন পথে আলাপ বেনারসের এক মহিলা খেলোয়াড়ের সাথে। নাম তার নন্দিতা তবে অ বাঙালি সেই কারণে পদবী জানেন না আফসানার পরিবার। যদিও সেই ঘনিষ্ঠতা সূত্রে মাস দুয়েক আগে শান্তিপুর কারিগর পাড়ার বাড়িতে অবাঙালি সেই মহিলা খেলোয়াড় এসে থেকে গেছিলো একদিন। সে জানিয়েছিল তার মা অল্প বয়সে মারা গেছে খেলাধুলা নিয়ে ক্যারিয়ার গড়তে পশ্চিমবঙ্গে মাঝেমধ্যেই আসে। কিন্তু তখন আফসানা খাতুনের সাথে এই নন্দিতার কি কথা হয়েছিল তা জানে না পরিবার। সম্প্রতি জগত বিখ্যাত শান্তিপুরের রাশের সময়ও আফসানা, ভিডিও কল করে দেখায় নন্দিতাকে।
এরপরেই চলতি মাসের ৩ তারিখে বিকাল পাঁচটা নাগাদ প্রাইভেট পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয় সে। তার কাছে থাকা মোবাইলের শেষ লোকেশন বেনারস বলে জানা গেছে পরিবার সূত্রে যদিও বর্তমানে সেই মোবাইল সুইচড অফ। নিরুদ্দেশ হওয়ার দিন আফসানার পরনে ছিল হলুদ রঙের চুড়িদার গ্রে রঙের হাফকট এবং কালো প্যান্ট। ২৪ ঘন্টা বাদে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় সমস্ত বিষয় জানিয়ে যদিও এরপর থেকে কোন সুরাহা এখনো মেলেনি। পরিবারের দাবি পুলিশ প্রশাসন বেনারসে খোঁজ তল্লাশি চালালে উদ্ধার হবে তার মেয়ে কাজের প্রলোভনে কিংবা অন্য কোন খারাপ উদ্দেশ্যে নন্দিতা ফুসলিয়ে নিয়ে গেছে তাদের মেয়েকে। তবে সামাজিক মাধ্যমে নন্দিতার মা আইলা বিবি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন নন্দিতা কিংবা আফসানা র ছবি দেখে তারা নিকটবর্তী পুলিশ প্রশাসনকে জানাক যদিও এ বিষয়ে ক্রীড়া জগতের মানুষজনের কাছে তাদের পরিবারের কাতর প্রার্থনা নন্দিতা যেহেতু খেলার সাথে যুক্ত আছে এমনকি কোন একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে র মডেলের সাথেও তার ছবি দেখা গেছে তাই নন্দিতাকে খুঁজে পাওয়া খুব সহজ আর তাকে খুঁজে পেলেই উদ্ধার হবে আফসানা। আফসানার বাবা পেশায় দিনমজুর তবে দেশের বাইরে মালয়েশিয়ায় কাজ করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এবং তার পরিবার ভেঙে পড়েছেন।