নিউস ডেস্ক, কলকাতা :- পুলিশের পক্ষ থেকে স্কুল ক্যাম্পাসের সামনের রাস্তায় এই সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হল। পড়ুয়াদের নিরাপত্তা আরও জোরদার করতে স্কুলের প্রবেশপথের বাইরে এবং সামনের অংশে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত।
লালবাজার সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে যে, প্রথম দফায় শহরের বিভিন্ন প্রান্তের মেয়েদের স্কুল এবং কো-এড স্কুলগুলির সামনের রাস্তা এবং রাস্তার মোড়ে ওই সিসি ক্যামেরা বসানো হবে। সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য কলকাতা পুলিশের ৭১টি থানা এলাকার মোট ২৫৯টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। ওই স্কুলগুলির সামনে নজরদারি বাড়াতে মোট ২৫৬টি জায়গায় সিসি ক্যামেরা বসানো হবে। এক পুলিশকর্তা জানিয়েছেন, ‘নির্ভয়া প্রকল্পের’ অধীনে এই সিসি ক্যামেরা বসানোর কাজ হওয়ার কথা। যার জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৩২ কোটি টাকা। মোট ১০২০টি সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের।