কলকাতা পুরসভা নোটিস জারি করে জানালো গার্ডেনরিচ জল সরবরাহ বন্ধ থাকবে কলকাতায়

কলকাতা নিউস ডেস্ক, ১৭ ডিসেম্বর: কলকাতা পুরসভা নোটিস জারি করে বলেছে, মেরামতির জন্য আগামী ১৯ ডিসেম্বর অর্থাৎ শনিবার পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতা, বেহালা সহ দক্ষিণ-পশ্চিম কলকাতার সংযুক্ত এলাকায়।ওইদিন সকালে জল মিলবে। বেলা ১০টা নাগাদ পরিস্রুত পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পরের দিন রবিবার অর্থাৎ ২০ ডিসেম্বর সকাল থেকে স্বাভাবিক নিয়মেই মিলবে পানীয় জল।

পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, গার্ডেনরিচ জলপ্রকল্পের অন্তর্গত একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে ভূগর্ভস্থ পাইপলাইনে মেরামতির কাজ চলবে। ফলে গার্ডেনরিচ থেকে যে সমস্ত অঞ্চলে জল সরবরাহ করা হয়, সেই সব এলাকায় ওইদিন জল মিলবে না। কোথাও ভালভ খারাপ হয়ে থাকলে তা মেরামত করা হবে। নতুন ভালভ লাগানো থেকে শুরু করে যেখানে যেখানে ছিদ্র রয়েছে, তা সামগ্রিকভাবে মেরামত করা হবে।

পুরসভার জল সরবরাহ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ওই সব অঞ্চলের বিভিন্ন অংশে পানীয় জল সরবরাহ নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ আসছিল। বিশেষ করে জলের গতি কম, সময়ের আগে জল চলে যাওয়া ইত্যাদি অভিযোগ রয়েছে। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে কোথায় কী ধরনের ত্রুটি রয়েছে, তা চিহ্নিত করার পাশাপাশি সংস্কারও করা হবে। তবে জলসঙ্কট যাতে না হয়, তার জন্য প্রস্তুত পুরসভার জল সরবরাহ বিভাগ। আগামী শনিবার যেখানে যেখানে সমস্যা দেখা দেবে, সেখানে জলের ট্যাঙ্ক পাঠাবে পুরসভা।