কলকাতা নিউস ডেস্ক,১৬ ডিসেম্বর : কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী বছর মার্চ মাসে কলকাতা পুরসভার ভোট করতে চায় রাজ্য সরকার। মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে কার্যত সে কথা জানানো হল রাজ্য নির্বাচন কমিশনকে। আগামীকাল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলকাতার পুরভোট সংক্রান্ত মামলার শুনানি রয়েছে, সেই জায়গায় রাজ্য সরকারের এই প্রস্তাব হলফনামা আকারে জমা দেবে কমিশন।
গত বছর ৮ মে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়, কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে ভোট করা সম্ভব হয়নি। সেই নিয়ে আইনি জটিলতা তৈরি হয়।বিজেপির পক্ষ থেকে কলকাতা পুরসভায় দ্রুত নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। গত ৭ ডিসেম্বর সেই মামলার শুনানি হয় , রাজ্য নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে চূড়ান্ত অবস্থান জানাতে নির্দেশ দেন বিচারপতিরা। তার পরিপ্রেক্ষিতেই এদিন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্যকে চিঠি দেন পুর ও নগরোন্নয়ন দপ্তরে, তাতে তিনি জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং রাজ্য নির্বাচন কমিশন তা গ্রহণ করার পর ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে ভোট করা যেতে পারে। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও জানিয়েছেন, ‘আমরা ভোট করাতে প্রস্তুত। কমিশন যেদিন চাইবে, সেদিন ভোট হবে। যারা ভোটে জিততে পারে না, তারাই অশান্তির অভিযোগ তোলে।’