এবার তৃণমূলের খাসতালুক নদীয়া রানাঘাট পৌরসভায় শুভেন্দুর পোস্টার
মলয় দে নদীয়া :-রানাঘাট পৌরসভা শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি শুরু হয়েছে ।2000 সালে কংগ্রেস থেকে তৃণমূলে নাটকীয় পরিবর্তন ঘটেছিল এই পৌরসভা ।রানাঘাট পৌরসভা এমন পোস্টার পড়াতে স্বভাবতই রানাঘাট শহরে জল্পনা তুঙ্গে। 1864 সালে প্রাচীন এই পৌরসভা বহু রাজনৈতিক ইতিহাসের সাক্ষী। বর্তমানে এখন 2020 সালের 19শে মে পৌরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।পৌরপ্রশাসন এই পৌরসভার দায়িত্বে আছে পৌরপ্রশাসক হিসাবে 25 বছরের প্রাক্তন পৌরপ্রধান পার্থসারথী চট্টোপাধ্যায় সহ কাউন্সিলর গণ 2000 সালে তারই নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন । রানাঘাটের পুরসভা । এখন রাজনৈতিক পটপরিবর্তনের সময়, তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন । তবে কিছুক্ষণ বাদে ব্যানার টি
সরিয়ে ফেলা হয়েছে । কে বা কারা এই পোস্টার লাগানো আর কারাই বা সরিয়ে ফেলল সবটাই অজানা।