কলকাতা ডেস্ক : রাজ্য পরিবহণ নিগমের একটি বিশেষ কার্ড আনতে চলেছে যার মাধ্যমে এক দিনের জন্য নিগমের অধীনে থাকা এসি, নন-এসি, ভলভো বাসের পাশাপাশি ট্রাম এবং লঞ্চে সফর করা যাবে।দাম মাত্র ১০০ টাকা। কলকাতা শহরে প্রতিদিন যাঁদের একাধিক গণপরিবহণ ভেঙে কর্মস্থলে যেতে হয়, তাঁদের দুর্ভোগ এ বার কাটতে চলেছে। আগামী ২১ জানুয়ারি এই পরিষেবা চালু হচ্ছে। তবে এই বিশেষ কার্ডে শুধু নিয়মিত রুটেই সরকারি বাস, ট্রাম বা লঞ্চে যাতায়াতের সুযোগ মিলবে। বিনোদনমূলক লঞ্চ বা পরিবহণ নিগমের বিশেষ ট্রামে উঠতে গেলে কিনতে হবে পৃথক কার্ড। শীতের মরসুমে পর্যটনে আগ্রহী যাত্রীদের বিশেষ সুবিধা দিতেই এমন উদ্যোগ বলে পরিবহণ দফতর সূত্রের খবর।পরিবহণ দফতরের সরকারি বাসস্ট্যান্ড, নিজস্ব কাউন্টার, সরকারি বাস ও ট্রামের কন্ডাক্টরদের কাছ থেকে ওই কার্ড কিনতে পারবেন যাত্রীরা।