‘আর রাজনীতিতে নয়’, ভোট দিয়ে বেরিয়েই বড় ঘোষণা মিঠুনের! বেলেঘাটা নারকেডাঙায় একাধিক বুথে কংগ্রেস এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ। উত্তর কলকাতায় কাশীপুরেও উত্তেজনা।’আজকের পর আর রাজনীতিতে নয়। চলে যাব সিনেমার জগতে।’ বললেন মিঠুন চক্রবর্তী। উত্তর লোকসভা কেন্দ্রের ভোটার মিঠুন চক্রবর্তী। এদিন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বেলগাছিয়ার দত্ত বাগান ২২ নম্বর এলাকায় একটি বুথে ভোট দেন তিনি।
‘আজকের পর আর রাজনীতিতে নয়। চলে যাব সিনেমার জগতে।’ বললেন মিঠুন চক্রবর্তী। উত্তর লোকসভা কেন্দ্রের ভোটার মিঠুন চক্রবর্তী। এদিন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বেলগাছিয়ার দত্ত বাগান ২২ নম্বর এলাকায় একটি বুথে ভোট দেন তিনি।
বেলগাছিয়ার বুথে ভোট দেওয়ার পর পৌঁছন মিঠুন চক্রবর্তী যখন বাইরে বেরচ্ছেন, তখনই তাঁকে ঘিরে ওঠে ‘চোর, চোর’ স্লোগান। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন। ওদিকে ভোট দেওয়ার পর বুথের বাইরে এসে হাত জোড় করে মিঠুন চক্রবর্তী বলেন, আজকের পর আর রাজনীতিতে থাকবেন না তিনি। চলে যাবেন নিজের সিনেমার জগতে।বেলগাছিয়ার বুথে ভোট দেওয়ার পর পৌঁছন মিঠুন চক্রবর্তী যখন বাইরে বেরচ্ছেন, তখনই তাঁকে ঘিরে ওঠে ‘চোর, চোর’ স্লোগান। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন। ওদিকে ভোট দেওয়ার পর বুথের বাইরে এসে হাত জোড় করে মিঠুন চক্রবর্তী বলেন, আজকের পর আর রাজনীতিতে থাকবেন না তিনি। চলে যাবেন নিজের সিনেমার জগতে।