কলকাতা নিউস ডেস্ক :- আবহাওয়া অফিস জানিয়েছে আজ কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা দাঁড়িয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আজই মরশুমের শীতলতম দিন। অন্যান্য জেলা গুলি – বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহ বইতে পারে।দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ১০ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্য বেশি এখন বেশ কিছুদিন শীতের এই আমেজ উপভোগ করতে পারবে। আবহাওয়া অফিস আরো জানিয়েছে দক্ষিণ ভারতে পূবালি হাওয়ার প্রভাবে ওডিশা, তেলঙ্গানা, আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে বছরের শেষ দিনগুলিতে শীত বেশ জাঁকিয়ে বসতে চলেছে কোলকাতাতে।