নিউস ডেস্ক, কলকাতা :- প্রায় এক বছর স্কুল বন্ধ থাকার পর শুক্রবার থেকে রাজ্যজুড়ে আংশিক ভাবে খুলে গেল স্কুল।তবে নিও নরমাল আবহে চেনা স্কুলের ছবি অনেকটাই আলাদা। সকলের মাস্কে ঢাকা মুখ, কোথাও কোথাও বসানো হয়েছে স্যানিটাইজারের যন্ত্র। মেনে চলতে হচ্ছে দূরত্ববিধি। চেনা ব্ল্যাকবোর্ড আর শিক্ষকের সামনে বসে পড়া বোঝায় সুযোগ পেয়ে স্বস্তিতে পড়ুয়ারা। ঘটনাচক্রে, স্কুল খোলার দিনই হরতাল ডেকেছে বাম দলগুলি।হরতাল উপেক্ষা করে স্কুলে পুড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খোলার , নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠন পাঠন শুরু হওয়ার নির্দেশ আসে। সেই সঙ্গেই ২৮ পাতার নির্দেশিকা জারি করে শিক্ষা দফতর স্কুল খুললে কী করা যাবে, কী যাবে না। এই নির্দেশিকা স্কুলের নোটিস বোর্ডে টাঙিয়ে রাখতে হবে।আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলবে স্কুল তবে সব স্কুল গুলিকে সরস্বতী পুজোর অনুমতি দেওয়া হয়েছে।