কলকাতা :- আগামী বছর জুন মাসে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালায় কন্যাশ্রী কলেজের অ্যাকাডেমিক ভবনের শিলান্যাস করতে এসেছিলেন পার্থবাবু।তিনি জানান শীঘ্রই প্রকাশিত হবে রুটিন, করোনা পরিস্থিতি জেরে পিছিয়ে গেল এই দুই পরীক্ষা।পরিস্থিতির অবনতি না হলে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হবে। অবশ্য স্কুল খোলা নিয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি পার্থবাবু। জানিয়েছেন, ছাত্রছাত্রীদের জীবন সংশয়ে ফেলে স্কুল খোলা সম্ভব নয়। যদিও শিক্ষকদের এক অংশ উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ক্লাস করানোর জন্য স্কুল খোলার দাবি করেছেন।