40 বছর বয়সী ভাইপোর বায়না মোবাইল! পঞ্চাশোর্ধ কাকার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলো গুনধর ভাইপো

ভাইপো বায়না তো করবেই! তবে নদীয়ার শান্তিপুরের এ ভাইপোর বয়স 40 বছর, বায়না স্বভাব এখন রয়েছে, তবে ফিডিং বোতল ছেড়ে অ্যালকোহলের বোতল খাওয়া অভ্যাস করেছে বলেই জানান কাকা ।
ভাইপো সোনা বসাক সাহেবডাঙা পাড়ার বাসিন্দা ! আর কাকা প্রদীপ বসাক শান্তিপুর ভারত মাতা এলাকায় বাসিন্দা। বিখ্যাত ডেকোরেটার্সের নাম ভাঙ্গিয়ে, টাকা তোলার অভ্যাস সোনা বসাকের এমন কারণেই কিছুদিন আগে শান্তিপুর থানা থেকে ডেকে পাঠান বড়বাবু! তখনই তিনি জানতে পারেন তার পরিবারের কেউ একজন ব্যবসার নামে অর্ডার ধরে সেই টাকা নিয়ে বেপাত্তা হয়ে যাচ্ছেন! তখন তিনি থানায় এসে বংশ পরিচয় দেওয়ার মধ্য দিয়ে বোঝা যায়, অবাধ্য ভাইপো এই সোনা বসাকই এ ধরনের কাজ করছেন। সেই থেকে ভাইপোর অভিমান কাকার উপর, কিছুদিন আগে কাকার হাত থেকে মোবাইল কেড়ে নিতে গিয়েছিলো, না পেয়ে মারধর করে কাকাকে, আজ আবারো সকালে অভিমানী ভাইপো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় কাকার চোখে মুখে মাথায়। সেই অবস্থায় আধঘন্টা চোখ বন্ধ করে থেকে, অবশেষে শান্তিপুর থানার দ্বারস্থ হন তিনি। বেয়াদব ভাইপোকে কি শায়েস্তা করতে পারবে প্রশাসন! এখন তা দেখার অপেক্ষায় আছি আমরা।