মলয় দে নদীয়া :-রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার অন্তর্গত দত্তপুলিয়া আঞ্চলিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১০০০ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার মহাশয়। স্থানীয় হাসপাতাল মোড় এর কাছে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যন্ত গ্রাম থেকেও হাজির হয়েছিলেন, সহায় সম্বল হীন বেশকিছু প্রান্তিক মানুষ! লকডাউন ঘোষণার পর বিশেষ পরিস্থিতিতেতেও তাকে দেখা গিয়েছিল গাড়ি ভর্তি খাদ্যদ্রব্য গ্রামে পৌঁছে দিতে, তখনই তার বিধানসভার অধিবাসীদের কথা দিয়েছিলেন, খাদ্য বস্ত্রের অভাব হতে দেবেন না কোনদিন! আজ সেই কথারই বাস্তবায়িত হতে দেখা গেলো। মাত্র ২ দিন আগে তার বিধানসভার অন্তর্গত তাহেরপুরের একটি অগ্নিবিধ্বস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ত্রিপল শীতবস্ত্র এবং কিছু আর্থিক সহযোগিতা করেন।