সৌমিত্র খাঁর নেতৃত্বে বিজেপির যুব মোর্চা পথ অবরোধ করল গোটা বীরভূম জুড়ে

রামপুরহাট থেকে অরবিন্দ মন্ডল এর রিপোর্ট : ডায়মন্ড হারবারের সভায় বিজেপি কর্মীদের যাওয়ার আগেই তাদের কনভয় আটকে ইটবৃষ্টি করা হয় এবং তাদের পথ আটকানো হয়। বিজেপির এই সভায় যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ,বিজয় বর্গীয় মহাশয় এবং মুকুল রায় তাদের কনভয় আটকে তাদেরকে সভাস্থলের যেতে বাধা দেওয়া হয়। এরই প্রতিবাদে সৌমিত্র খাঁর নেতৃত্বে বিজেপির যুব মোর্চা পথ অবরোধ করল গোটা বীরভূম জুড়ে। বীরভূমের রামপুরহাট এর লোটাস প্রেস মোড়ে 4 নম্বর রানীগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় রামপুরহাটের যুব মোর্চার কর্মীরা। এরে এর জেরে 34 নম্বর জাতীয় সড়কে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রামপুরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বীরভূম জেলা যুব মোর্চার সভাপতি শান্তনু মন্ডল জানান, যেভাবে ডায়মন্ড হারবারে বিজেপির সভা বন্ধ করার জন্য পুলিশ বাহিনী এবং তৃণমূলের দুষ্কৃতীরা নেতা-মন্ত্রীদের উপরে কনভয়ের উপরে ইট বৃষ্টি করেছে তাতে বেশ কয়েকজন নেতা মন্ত্রী আহত,এবং গাড়ী ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি সাংবাদিকদের গাড়িতেও ইট বৃষ্টি করা হয়েছে। এরই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে এবং বীরভূম জেলায় যুব মোর্চার ডাকে বিক্ষোভ দেখানো হয় ।