সোনামুখী পৌরশহরে মা-ই-ত-মা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলো সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি

রোদের উত্তাপ যতই বাড়ছে সোনামুখী বিধানসভা এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার ততই জোরালো হচ্ছে । মঙ্গলবার সোনামুখীর মা-ই-ত-মা কালী মন্দিরে পুজো দিয়ে সোনামুখী পৌরশহরে প্রচার শুরু করল সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি । সোনামুখীর হারি হাটতলা থেকে একটি মিছিল করে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মন্দিরে উপস্থিত হন এবং সেখানে তিনি পুজো দেন । কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।
সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , মায়ের কাছে পুজো দিয়ে প্রার্থনা জানালাম গোটা বিশ্ব যেন করোনামুক্ত হয় । সোনামুখী বিধানসভায় জেতার ব্যাপারে তিনি কতটা আশাবাদী সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সত্যের জয় হবেই ।