গতকাল ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎ এক বিধ্বংসী ঝড় শান্তিপুরের বাগাছরা পঞ্চায়েতের করমচা পুর এলাকায় পঞ্চাশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ভেঙে পড়ে ইলেকট্রিক পোল, পোল্টি্্র মুরগির ফার্ম, বেশ কয়েকটি আমবাগানের ক্ষয়ক্ষতি হয়, 5 ইঞ্চি দেওয়াল ভেঙে উড়ে যায় টিনের চাল স্থানীয় পঞ্চায়েত সদস্য লোকনাথ চক্রবর্তী ঝড় দুর্গতদের পাশে দাঁড়ান ভোর থেকেই।