লাগাতার ভারী বর্ষণের ফলে নদীয়া জেলার একাধিক কৃষি জমি জলমগ্ন।

লাগাতার ভারী বর্ষণের ফলে নদীয়া জেলার একাধিক কৃষি জমি জলমগ্ন। সবজি চাষের জমি জলের তলায়। কলা চাষীদের মাথায় হাত কলার জমিতেও এক হাঁটুর উপরে জল। আর্থিক ক্ষতিতে দুশ্চিন্তায় কৃষকরা। ঋণ নিয়ে চার্জ শুরু করে বর্তমানে ঋণ পরিশোধ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকার কৃষি জমি। বর্তমানে কৃষি জমিতে পাট ধোয়ার কাজ চলছে।এখন সরকারি সহযোগিতার কাতর আবেদন কৃষকদের।