মাত্র ১ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন চাকদা শহরের বিভিন্ন এলাকা

গত ৩-৪ দিন যাবত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি কোথাও ভারী বর্ষণ কোথাও বা হালকা বৃষ্টি। সোমবার দুপুর নাগাদ ফের একবার বৃষ্টি নামে চাকদা শহরে। মাত্র এক ঘন্টার ভারী বৃষ্টিপাতে চাকদা শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়। যার ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।
চাকদা পৌরসভা, বসন্ত কুমারী স্কুল সংলগ্ন এলাকা, এবং চাকদা বাস স্ট্যান্ড চত্বরে জল জমে জায়গাগুলির অবস্থা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
প্রথমে আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন সেটি চাকদহ পৌরসভা সংলগ্ন এলাকা। মাত্র ১ ঘন্টার বৃষ্টিতে চাকদা পৌরসভা সংলগ্ন এলাকায় হাঁটু জল জমে যায়। আর সেই জল পেরিয়ে চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রীদের। অপরদিকে চাকদা বসন্তকুমারী স্কুল সংলগ্ন এলাকায়ও ধরা পরল একই চিত্র। সেখানেও জল পেরিয়ে সাইকেল গাড়ি নিয়ে পারাপার করতে হচ্ছে মানুষকে। শুধু তাই নয় চাকদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল জমে দুই ধারের দোকানগুলিতেও জল ঢুকে যায়। যার ফলে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। তবে এই দৃশ্য শুধুমাত্র এই বর্ষায় নয়, প্রতি বর্ষাতেই চাকদার বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। দোকানগুলিতে জল জমে জিনিসপত্র পর্যন্ত নষ্ট হয়ে যায় যার ফলে ক্ষতিগ্রস্ত হন খেটে খাওয়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। বহুবার সাধারণ মানুষ প্রশাসনকে এ বিষয়ে জানালেও এখনো পর্যন্ত এই সমস্যার কোন সুরাহা হয়নি। অথচ যে কয়েকটি জায়গায় জল জমে যায় সে রাস্তা গুলি প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঠিক কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে সাধারন মানুষ প্রশ্ন উঠেছে বারংবার।