ছেলেবেলা থেকেই তার ঘুড়ি ওড়ানোর বহু সখ। কিন্তু বর্তমানে তিনি হাজারো ব্যস্ততায় থাকেন বছরভর কিন্তু মনের এক কোণে সেই শখ আজও রয়ে গেছে তার। আর বিশ্বকর্মা পূজো মানেই আকাশ জুড়ে রংবেরঙের ঘুরির খেলা। আর এবার নিজের হাতে ঘুড়ি ওড়ালেন দমকলমন্ত্রী সুজিত বসু। কিন্তু বর্তমানে আকাশে ঘুড়ির সংখ্যা অনেকটাই কমে গেছে। তবে ঘুড়ির লাটাই হাতে আজও সেই একই রকমের উন্মাদনা রয়ে গেছে দমকলমন্ত্রী সুজিত বসুর। তাই সারা বছর যেখানেই থাকুন না কেনো বা যে কর্মসূচিতেই থাক না কেন বিশ্বকর্মা পুজোর দিন তার ঠিক সময় বের করে ঘুড়ি ওড়ানো মাস্ট। তিনি জানিয়েছেন যে তার ঘুড়ির শখ ছোটবেলায় শুরু হয়েছিল তার বাবার হাত ধরে। আর ছোটবেলায় নাকি তিনি সারা বছর ওই সেপ্টেম্বর মাসে জন্য অপেক্ষা করতেন কবে ঘুড়ি ওড়াতে পারবেন।