বিজেপিকে ফের কটাক্ষ বিদ্যুৎমন্ত্রীর

নিউস ডেস্ক, পশ্চিম মেদিনীপুর: – খড়্গপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডায় রথযাত্রাকে কটাক্ষ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।তিনি বলেন বিজেপির বাসযাত্রা হলে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। রথযাত্রা বাঙালীদের একটা সময়ে হয়৷ সেখানে ঠাকুর থাকে। বাস যাত্রা করুক আর যাই করুক মানুষ এর উত্তর দেবে। আমরা গত বারের থেকে বেশী আসনে জয়লাভ করবো৷ এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে একটি ১৩২/৩৩ কেভি গ্যাস ইনসুলেটেড সেন্টারের উদ্ধোধনে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।