পানীয় জলের সংকট মালদহের হরিশ্চন্দ্রপুর জুড়ে, বিক্ষোভে রাস্তায় নামলো এলাকাবাসী

মহম্মদ নাজিম আক্তার, মালদা :- মালদহের হরিশ্চন্দ্রপুরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্রায় ২০-২২ দিন ধরে আসছে না পানীয় জল। পানীয় জল প্রকল্পের দাবি প্রশাসনের কাছে জানিয়ে আসছেন। কিন্তু এব্যাপারে প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি বলে বাসিন্দারা দাবি করেছেন। অবশেষে কলমপাড়ায় হাতে প্লেকার্ট নিয়ে রাস্তায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লক এলাকার বিভিন্ন এলাকায় বিগত ২০-২২ দিন ধরে জল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমন অবস্থায় প্রশাসন নিঃশ্চুপ। ভোটের সময় নেতারা চলে আসে, ভোট চাইতে কিন্তু তাদের সুবিধা-অসুবিধার কথা মাথায় নেই নেতাদের, তীব্র কটাক্ষ স্থানীয়দের। তারা কী খেয়ে বাঁচবে? শেষমেষ কি পুকুর, ডোবার জল খেয়ে বাঁচতে হবে তাদের? প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। হরিশ্চন্দ্রপুরের কোনো কলে জল নেই, নেতারা কি কিছুই জানেনা? এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ব্লক প্রেসিডেন্ট মানিক দাস বলেন, “চাঁচলের ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। তিনি প্রথমে গোলোযোগ ধরতে পারেনি, এখন সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে।”