মলয় দে নদীয়া :- আজ বিকেল পাঁচটায় নদীয়ার শান্তিপুর শহরের ডাকঘর মোড়ে , ধিক্কার সভায় এসইউসিআই কমিউনিস্ট দলের নদীয়া জেলা কমিটির সদস্য অঞ্জন মুখার্জি বলেন মোদি সরকার আলোচনার নামে দিনের পর দিন সময় কাটানোর নতুন খেলা শুরু করেছে। তারা মনে করছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও কিছু সময় কাটানো যাবে। কিন্তু তাতে কৃষকদের মনোবল ভাঙতে পারেনি তাই আর সময় কাটানো নয় অবিলম্বে কৃষি আইন বাতিল করতে হবে এই দাবিতে প্রজাতন্ত্র দিবসে লক্ষ লক্ষ ট্রাক্টর মিছিল হয় দিল্লিতে। সেই মিছিলে চলল লাঠি , টিয়ার গ্যাস যেখানে দুজন কৃষক শহীদের মৃত্যু বরণ করলেন। শান্তিপূর্ণ ট্রাক্টর মিছিলে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস চালানোর প্রতিবাদে আজ আমাদের ধিক্কার সভা অবিলম্বে সময় না কাটিয়ে তিনটি কালা কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবীতে নয়াকৃষি আইনের প্রতিলিপি পোড়ানো হয় আগুনে।