নদীয়ার নাকাশিপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ

নদীয়ায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।এক তৃণমূল কর্মীকে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ তৃণমূলেরই ওপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নদীয়ার নাকাশীপাড়া থানার অন্তর্গত ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের ধাপারিয়া গ্রামে।
অভিযোগ উঠছে মঙ্গলবার থেকেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট সদস্যদের মধ্যে তুমূল বচসার সৃষ্টি হয় । জানা গেছে ধাপারিয়া গ্রামে এক সিপিআইএম কংগ্রেস জোট সমর্থিত এক কর্মীর বাড়ির পাশেই বসবাস করার জন্য আমাদের প্রাক্তন সদস্য ও বর্তমান বুথ সভাপতি মহৎ আলী দফাদার। অভিযোগ বুথ সভাপতি মহৎ আলী দফাদার বাড়ির পাশে সিপিআইএম ও কংগ্রেস জোট সমর্থিত কর্মীকে নানাভাবে সহযোগিতা করতেন। আর সেই সন্দেহের বশেই বুধবার সকালে তৃণমূলের এই কয়েকজন কর্মী ধারালো অস্ত্র নিয়ে তৃণমূলের বোধ সভাপতি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মহত আলী দাফাদার দফাদারের পরিবারের তিনজন সদস্য। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ। ঠিক কি কারনে এই ঘটনা ঘটেছে তার তদন্ত করছে পুলিশ। ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য।