নদীয়ার কল্যাণীতে পাঞ্চজন্য’র উদ্যোগে আয়োজিত হলো সেমিনার “আগামীর বঙ্গসমাজ ও হিন্দু সংস্কৃতি”

মলয় দে, নদীয়া:- আজ ৩রা জানুয়ারি রবিবার বিকেল চারটের সময় কল্যাণী এ নাইন ব্লকের স্বয়ংবরে, পঞ্চজন্য আয়োজন করেছিলো এক সেমিনারের।বিষয় ছিল আগামীর বঙ্গসমাজ ও হিন্দু সংস্কৃতি। উদ্বোধন করলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল অধ্যাপক তথাগত রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডক্টর স্বপন দাশগুপ্ত, প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত সহ বিশিষ্টজনেরা।

সেমিনারে উঠে আসলো, ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃতিসন্তানদের কর্মকাণ্ড। ভাষা, শিক্ষা, সাহিত্য, শরীরচর্চা, আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসা, ফুটবল, সূচি শিল্প, ধর্মীয় আচার আচরণ, সবকিছুতেই পারদর্শী এ বঙ্গের সন্তানেরা। কিন্তু ক্রমশ তা হারাতে বসেছি পাশ্চাত্যের অনুকরনে। পুরান, গীতা, রামায়ণ মহাভারত আজও শ্রেষ্ঠ সারা ভারতবর্ষে। আজকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেই সময় বর্ণিত ছিলো। তাই আগামীতে হিন্দু সংস্কৃতি, রীতিনীতির স্বতন্ত্রতা বজায় রাখলে সমগ্র জাতির মঙ্গল হবে। এইরকমই নানান জটিল তত্ব সরলীকরণ করে বোঝালেন বক্তারা। উপস্থিত শ্রোতারাও জানতে পারলেন, তাদের মনের কোণে লুকিয়ে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর।