মলয় দে নদীয়া:- গভীর রাতে টিনের চালার সেট কেটে মদের দোকানে লক্ষাধিক টাকার মদের পেটি চুরি। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার সারাগর এলাকায়। এ বিষয়ে দোকানদার বুদ্ধেশ্বর বিশ্বাস জানান, গতকাল গভীর রাতে কে বা কারা মদের দোকানের টিনের চালার সেট কেটে প্রায় লক্ষাধিক টাকার মদের পেটি চুরি করে নিয়ে যায়। আজ সকালে দোকান খুলতেই নজরে আসে। চোরেরা চুরি করার সময় সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় অন্যদিকে। এর আগেও এই মদের দোকানে একইভাবে টিনের চালার সেট কেটে চুরি হয়েছিল প্রায় লক্ষাধিক টাকার মদ ও নগদ অর্থ গতকাল রাতে একই পদ্ধতিতে আবার চুরি হয়। এই ঘটনায় শান্তিপুর থানায় ফোন করলে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে বিষয়টি।