ডিজিটাল যুগেও বই কেনা এবং পড়ার প্রবণতা বহু গুণ বৃদ্ধি পেয়েছে, কল্যাণী বইমেলা প্রসঙ্গে বললেন প্রাক্তন উপাচার্য

ডিজিটাল যুগেও বই কেনা এবং পড়ার প্রবণতা বহু গুণ বৃদ্ধি পেয়েছে, কল্যাণী বইমেলা প্রসঙ্গে বললেন প্রাক্তন উপাচার্য

মলয় দে নদীয়া:-
আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কল্যাণী ২৮ তম বইমেলা। এবারের ভাবনা জন্মদ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত,উদ্ধোধক দ্বিব্যগুণানন্দজী মহারাজ ।
ডিজিটাল যুগেও বই মেলার ব্যাপ্তি ঘটেছে, বৃদ্ধি পেয়েছে বই প্রকাশক সংস্থার সংখ্যা।
বললেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অলোক ব্যানার্জী।
তিনি বলেন আজ থেকে ২৮ বছর আগে কল্যানী বই মেলার এতো ব্যাপ্তি ছিল না। এতো বড়ো মেলা হতো না।
আজ মেলার ব্যাপ্তি ঘটেছে । , অল্প বয়সের যুবক যুবতীদের মধ্যে বই কেনা ও বইয়ের প্রতি আকৃষ্ট বহু গুণ বৃদ্ধি পেয়েছে ।
এখন মোবাইলের মধ্যে সব কিছু পাওয়া যায় তবুও বইয়ের পাতা উল্টে পড়া, বাড়িতে রাখা ,বই কাউকে উপহার হিসেবে দেওয়া এখনো ভালো লাগে।
ডিজিটাল যুগেও বইয়ের চাহিদা ও ভালো লাগা এবং মেলায় দর্শনার্থীদের ভিড় কমে নি, বরঞ্চ বহু গুণ বৃদ্ধি পেয়েছে।
কল্যাণী থেকে বার্তা কল্যানীর নিজস্ব প্রতিনিধি।