ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই খাতা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো আজ

ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই খাতা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো আজ

মলয় দে নদীয়া:-
ফাইনাল পরীক্ষা সদ্য শেষ হয়েছে জুনিয়র হাই এবং হায়ার সেকেন্ডারি বিদ্যালয় গুলিতে যদিও তার আগেই পরীক্ষা শেষ হয়েছিল প্রাথমিক বিদ্যালয় গুলিতে ।
হাই স্কুল জুনিয়ার হাই এবং হায়ার সেকেন্ডারি তিন ধরনের বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে নতুন বই দেওয়া হচ্ছে অবর বিদ্যালয়ের পক্ষ থেকে। আজ শান্তিপুর নতুনচক্রের অন্তর্গত মোট ১৫টি স্কুলের বিদ্যালয় প্রতিনিধিদের বই বিতরণ করা হচ্ছে যা কয়েকদিনের মধ্যেই নিজ নিজ বিদ্যালয় তৃণমূলে ছাত্রছাত্রীদের দেবেন শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ। বেশ কিছুদিন আগেই প্রায় ৮০ টি প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের বই বিতরণ করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এদিন শুধু বই নয় বইয়ের পাশাপাশি বিনামূল্যে খাতাও দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষ গুলিকে । ব্যাগ এবং জুতোও বিতরণ করা হয় তাদের মাধ্যমেই। ইতিমধ্যেই পঞ্চম শ্রেণি ছাত্র-ছাত্রীদের ব্যাগ চলে এসেছে যেগুলি খুব শীঘ্রই বিতরণ করা হবে। ২০২৫ শিক্ষাবর্ষের জুতো ইতিমধ্যে চলে এসেছে যেগুলিও দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই। এমনটাই জানালেন শান্তিপুর নতুন চক্রের সাব ইন্সপেক্টর অফ স্কুল গৌতম পাল।