চাষের জমিতে লুকানো চারটি সকেট বোমা উদ্ধার, নদীয়ার চাপড়ায়

আজ নদীয়ার চাপড়া একটি চাষের মাঠে উদ্ধার হয় 4 টি সকেট বোমা। ওই জমির কৃষক প্রথম লক্ষ্য করার পর চাপরা থানা খবর পৌঁছাতে সক্ষম হন! এর প্রথম থেকে প্রশাসন এসে উদ্ধার করা হয়েছে তরতাজা বোম।এই বোনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ, তবে ভোটের প্রাক্কালে এ ধরনের ঘটনায় অনেকেই মনে করছেন নির্বাচনী রণক্ষেত্রের আগাম পূর্বাভাস।
প্রার্থী ঘোষণার পরই , রাজনৈতিক কর্মসূচিতে বেড়েছে। কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশ! বিজেপি জেলা নেতৃত্বরা অবশ্য মনে করেন, তৃণমূলের মাস্টারমাইন্ড ঘোষিত “খেলা হবে” র বল এখন তৃণমূলে নিজের কটাই এবং আত্মঘাতী গোল দিতে প্রস্তুত তারা। বহিরাগত প্রার্থীপদ পাওয়ার কারণে ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে এবং তা প্রকাশ্যে চলে এসেছে কখনো কখনো। তবে প্রশাসন সূত্রে জানা যায়, যথেষ্ট সচেতন রয়েছেন তারা যে কোন সন্দেহ জনক বিষয়ের উপরে।