কালীপুজো এবং দেওয়ালির আগে প্রাকৃতিক দুর্যোগ! প্রতিমা মাটির প্রদীপ তৈরিতে সমস্যায় মৃৎশিল্পীরা

কালীপুজো এবং দেওয়ালির আগে প্রাকৃতিক দুর্যোগ! প্রতিমা মাটির প্রদীপ তৈরিতে সমস্যায় মৃৎশিল্পীরা

মলয় দে নদীয়া:-
আবারো ধেয়ে আসছে ঘুর্ণি ঝড়! ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে। কপালে চিন্তার ভাঁজ মৃৎ শিল্পীদের। এর আগে ঘুর্ণিঝড় ঘটেছিলো দুর্গাপুজোর আগে। সমস্যায় পড়েছিলেন মৃৎ শিল্পীরা। এই বার কালী পূজোর আগে এই ঘূর্ণিঝড়ে কতটা ভয়ংকর চেহারা নেবে সেটাই এখন প্রশ্ন? তবে সামনেই দেওয়ালি মাটির প্রদীপের জ্বালানো হয় প্রতিটি ঘরে। আর সেই জন্য মাটির প্রদীপ বিক্রী হয় ভালই মৃৎশিল্পীরা মাটির প্রদীপ তৈরী শুরু করেছে। বর্তমানে অস্বাভাবিক মাটির দাম তারপর জ্বালানীর দাম বৃদ্ধি হলেও এই সময় প্রদীপের চাহিদা বৃদ্ধি হওয়ায় তারা কিছুটা পয়সার মুখ দেখেন। গতবছরের থেকে এই বছর চাহিদা বৃদ্ধি ঘটেছে। তবে সব কিছুর মধ্যে ঘুর্ণি ঝড় ও বৃষ্টি তাদের কে চিন্তায় ফেলেছে। মাটির প্রদীপ তৈরী চলতে থাকলেও ঝড় ও বৃষ্টি যদি শুরু হয় তাহলে সমস্যায় পড়তে হবে। ক্ষতির সম্মুখীন হতে হবে এমন সমস্যার মধ্যে মৃৎশিল্পীরা কাজ করে যাচ্ছেন দিন রাত এক করে।