নরেশ ভকত, বাঁকুড়াঃ বনসহায়ক পদে দূর্নীতি, হাতি তাড়ানোর উপযুক্ত সরঞ্জাম, প্রতিমাসে নূন্যতম ২৬ দিন কাজ, প্রতিদিন ৫০০ টাকা মজুরীর দাবীতে আন্দোলনে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচী। ঘটনা টি ঘটেছে জঙ্গল মহলে, সেখানকার হুলা পার্টির সদস্যরা অর্থাৎ যাদের বলা হয় হাতি তাড়ানোর কাজে যুক্ত , তারাই এবার আন্দোলনে।
তাদের অভিযোগ, সদ্য বনসহায়ক পদে যে নিয়োগ হয়েছে সেখানে নিয়োগে দূর্নীতি হয়েছে, যোগ্য ব্যক্তিরা চাকরী পায়নি, যারা পেয়েছে তারা ওই কাজের জন্য উপযুক্ত বলেও দাবী আন্দোলন কারীদের। এদিন সারেঙ্গা বনদফতরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন দীর্ঘদিন হুলা পার্টির সাথে যুক্ত সারেঙ্গা ব্লকের হাতিবারী,কাড়ভাঙা এলাকার প্রায় ৪০ জন আন্দোলন কারীরা। তাদের অভিযোগ, তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে আসছে। এলাকায় হাতি আসছে কি না সারা বছর খোঁজ নিতে হয়, অথচ শুধু যে দিন হাতি আসে সেদিনই মাত্র বেতন পাওয়া যায়। দীর্ঘদিন এই কাজের সাথে যুক্ত থাকলেও সদ্য বনসহায়ক পদে নিয়োগে তাদের কোন মর্যাদা দেওয়া হয়নি। একই সাথে নিয়োগ প্রক্রিয়া নিয়েও তারা প্রশ্ন তোলেন। অবিলম্বে তাদের দাবী সহানুভূতির সাথে না বিবেচনা করলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছেন আন্দোলন কারীরা।