আজকে বাদকুল্লার সদ্য গঠিত অরাজনৈতিক সংগঠন ” বাদকুল্লা নাগরিক মঞ্চ” এর উদ্যোগে বাদকুলা এলাকার প্রায় ছয় হাজার মানুষ কোন রকম ব্যানার ছাড়াই একটি পদযাত্রায় অংশগ্রহণ করে।
মিছিলে অংশগ্রহণকারীদের একটি দাবি ছিল কলকাতার নির্যাতিতার ন্যায্য বিচার ও সমাজে নারী পুরুষের সমান অধিকার প্রদান।
কর্মজীবী মেয়েরা যাতে রাতের বেলাতেও রাস্তায় বেরোতে পারে, তাই মহিলাদের জন্য রাতের রাস্তা সুরক্ষিত করার দাবি নিয়ে হাজার হাজার মানুষ এই পদযাত্রায় অংশ নেন।
শুধু নারী পুরুষের সমান অধিকারের বিষয়টি নয়, ভবিষ্যতে বাদকুলার সাধারণ মানুষকে নিয়ে গঠিত এই নাগরিক মঞ্চ এলাকার অন্যান্য স্থানীয় সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করবে।
কোনরকম ব্যানার বা রাজনৈতিক স্লোগান ছাড়া এই বিপুল সংখ্যক সাধারণ মানুষ এর আগে কখনো এভাবে রাস্তায় নেমে আসেননি।
বাদকুলা নাগরিক মঞ্চের তরফ থেকে শিল্পী অর্ধেন্দু সরকার সকল বাদকুল্লাবাসীকে ধন্যবাদ জানান।
নাগরিক মঞ্চের সদস্য তারক মন্ডল, অসীম রায় ও অন্যান্যরা জানান, রাতের বেলায় বাদকুলার মেয়েরা যাতে নির্ভয়ে এলাকার রাস্তায় চলাফেরা করতে পারেন সেটি নিশ্চিত করা হবে।
বাদকুল্লা নাগরিক মঞ্চ সবসময় এলাকার মানুষের পাশে থাকবে।
এই মহা মিছিল শুরু হয়েছিল বাদকুলা ধানহাট ময়দানে এবং সেখান থেকে গাংনী হয়ে সুরভীস্থান হয়ে এই মিছিল পুরো এলাকা পরিক্রমা করে।
হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসায় ঘন্টাখানেক এর জন্য পুরো এলাকা স্তব্ধ হয়ে গিয়েছিল।
বাদকুলা থেকে সুমন আচার্যর রিপোর্ট।