আগুনে ঘর ভস্মীভূত হয়ে যাওয়া পরিবারের পাশে এলাকার তৃণমূল কো-অর্ডিনেটর

নিউস ডেস্ক , রতুয়া : – ২ নং ব্লক অবস্থিত আড়াইডাঙ্গা মোড়ের কাছে এক দুঃস্থ ও দরিদ্র ও বিধবা মুনিয়া খাতুন তাঁর দুই কন্যা সন্তানকে নিয়ে বসবাস করেন তার দুটি কুঁড়ে ঘরে।

আজ ঐ দুঃস্থ মহিলার বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় এবং তাঁর একটি কুড়ে ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায় বহু চেষ্টার পর তাঁর একটি কুড়ে ঘর আগুন হতে বাঁচানো সম্ভব হয়েছে ল ঐ পথে যাওয়ার সময় উক্ত ভয়াবহ দৃশ্য দেখে গ্রামবাসীদের সাথে আগুন নিভাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ঐ কেন্দ্রের তৃণমূল কো-অর্ডিনেটর আব্দুর রহিম বক্সী মহাশয় ল তিনি ঐ দুঃস্থ ও গৃহহারা মহিলাকে সাহায্যার্থের পাশাপাশি আগামীতে সর্বপ্রকার সাহায্যের আশ্বাস দেন l