৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ সাংসদের গাড়ি দুর্ঘটনার কারণে

নিউস ডেস্ক , নদীয়া :- গতকাল রাতে উত্তর ২৪ পরগনার বারাসাতে সংসদ জগন্নাথ সরকার বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে , একটি লরি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা মারে বলে জানা যায়। ঘাতক এই লরিটির পরিচয়বিহীন চালকের অসংলগ্ন কথাবার্তায় এটি সাধারণ দুর্ঘটনা বলে মনে করছেন না বিজেপি কর্মী সমর্থকরা। তাদের মতে এটা তৃণমূলের উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করার চক্রান্ত। সকাল হতেই বিক্ষোভে ফেটে পড়ে তার লোকসভা কেন্দ্রের কর্মী সমর্থকরা। তারই ফলশ্রুতি হিসেবে নদীয়ার বাগদিয়া মোড়ে, পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য এবং দলীয় নেতৃত্বের উপস্থিতে জাতীয় সড়ক অবরোধ করে প্রায় পঁচিশ মিনিট। শান্তিপুর থানার পুলিশ উপস্থিত হয়ে যানজট কাটাতে সময় লেগে যায় বেশ খানিকক্ষণ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে