হালিশহর এর পর আবার পূর্বস্থলীতে বিজেপি কর্মী খুন

হালিশহরের পর আবার বিজেপি কর্মী খুন পূর্বস্থলিতে।এবার বিজেপি কর্মী খুন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে। গত পরশু দিন বিজেপির একটি সভা ছিলো।সেই সভা থেকে আর বাড়ি ফেরেনি।পরিবার সূত্রে খবর পরশু দিন রাত ১১ টার পর থেকে নিখোঁজ। মৃতের নাম সুখদেব প্ররামাণিক (৩৩). বাড়ি নিমদহ পঞ্চায়েতের চাঁদপাড়া গ্রামে.আজ দুপুরে এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয় দেহটি।এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছেপরিবারের দাবি যারা খুন করেছে তাদের কঠোর শাস্তি।।

ঘটনার পর বিজেপি কর্মীরা জামালপুর ছাতনি রোড অবরোধ করে. ঘটনার তদন্তে নেমেছে পূর্বস্থলী থানার পুলিশ.

পূর্বস্থলী থেকে বাদশা সেখ এর রিপোর্ট