নরেশ ভকত, বাঁকুড়াঃ গত কয়েকদিন ধরে পাত্রসায়র সোনামুখী বড়জোরা বেলিয়াতোড় জঙ্গলে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে দাপিয়ে বেড়াচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি বুনো হাতির একটি দল । ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত জঙ্গল লাগোয়া চাষীদের । রবিবার পাত্রসায়ের থানার ধগড়িয়া গ্রামে পাত্রসায়রের প্রশাসনিক আধিকারিকরা সরেজমিনে ক্ষতিগ্রস্ত চাষের জমি খতিয়ে দেখলেন। উপস্থিত ছিলেন পাত্রসায়ের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা , পাত্রসায়ের থানার ওসি সাইফুল শেখ ও পাত্রসায়ের বিট অফিসার।
হাতির উপদ্রবে পাত্রসায়ের জঙ্গল লাগোয়া আলু, গম, সরষে চাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় । পাশাপাশি ধান রোপণের জন্য যে ধান বীজ তৈরী করা হয়েছিল তারও ব্যাপক ক্ষতি করে বুনো হাতির দল। স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে চাষীরা । এবার সরকারিভাবে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে চাষীদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখলেন তারা । প্রশাসনিক আধিকারিকদের এই উদ্যোগে খুশি ক্ষতিগ্রস্ত চাষিরা ।