হাতির উপদ্রবে বিঘার পর বিঘা ফসল নষ্ট

নরেশ ভকত, বাঁকুড়াঃ গত কয়েকদিন ধরে সোনামুখী জঙ্গলে প্রায় ৫০টি হাতির একটি দল সোনামুখী দাপিয়ে বেড়াচ্ছে । রীতিমতো ক্ষতির মুখে পড়তে হয়েছে জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার আলু সরষে গম চাষীদের।

সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন আলু চাষীরা । হাতির উপদ্রবে জমির আলু জমিতেই নষ্ট হয়েছে, স্বাভাবিকভাবে আগামী দিনে সংসার চলবে কিভাবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের । স্থানীয় বাসিন্দারা বনদপ্তরের গাফিলতি কে দায়ী করছেন । যদিও বনদপ্তর চেষ্টা চালাচ্ছেন যাতে করে হাতির দলটি লোকালয়ে প্রবেশ করে সাধারণ মানুষের এবং কৃষকের ফসলের কোন ক্ষতি করতে না পারে ।

স্থানীয় ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন , ঋণ নিয়ে আলু চাষ করেছে কিন্তু হাতির উপদ্রবে সব নষ্ট হয়ে গেল এখন ঋণ কিভাবে শোধ করবো তাই ভেবে কুল পাচ্ছে না । সারা বছর চাষ-বাস করে তাদের সংসার চলে এখন বনদপ্তর কবে এই ক্ষতিপূরণ দেবে তাও ঠিক নেই।