মলয় দে, নদীয়া :- নদীয়া জেলা তৃণমূল বঙ্গ জননী প্রকল্পের অধীনস্থ মহিলা সদস্যারা বুধবার দুপুরে কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্রলাল মঞ্চের সামনে এক দলীয় অনুষ্ঠানে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ১৭ই জানুয়ারি নদীয়াতে অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গজননী সম্মেলন। সম্মেলনে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী কাকলি ঘোষ দস্তিদার সহ শশী পাঁজা ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব বৃন্দ। মূলত সেই সম্মেলনকে সামনে রেখে এই দিনের সম্মেলন মঞ্চ থেকে বঙ্গজননী সদস্যদের কাপড় বিতরণ করেন নদীয়া জেলার বঙ্গজননী সভানেত্রী টিনা ভৌমিক সাহা।